Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম পুলিশের দায়িত্ব

গ্রাম পুলিশের দায়িত্ত্ব

গ্রামাঞ্চলের জনসাধারণ ও তাদের মালামালের নিরাপত্তা ব্যবস্থা করাই তাদের অন্যতম দায়িত্ব। এ দায়িত্ব  পালনের জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদ গ্রামপুলিশ ও দফাদার নিয়োগ করেছে। গ্রামপুলিশ ও দফাদারদের কাজ হচ্ছে ইউনিয়নের গ্রাম ও গ্রামপুলিশ প্রহরার ব্যবস্থা করা এবং পুলিশকে অপরাধ দমনে যথাসাধ্য সাহায্য করা। সন্দেহজনক কোনব্যক্তি বা কোন কারণে ইউনিয়নে শান্তি বিঘ্নিত হতে পারে এমন কোন পরিস্থিতির উদ্ভব হলে সে সম্বন্ধে থানার ওসিকে গ্রামপুলিশ ও দফাদার অবহিত করবে এবং ১৫দিনে অন্ততঃ একবার তার কাছে রিপোর্ট করবে । ইউনিয়নের কোন প্রকার মহামারীর আশংকা দেখাদিলে বা কোন বাধ বা সেচ প্রকল্পের কোন ক্ষতির সম্ভাবনা হলে বা ইউনিয়ন পরিষদের কোন সম্পত্তি অন্যায় দখল হলে,ইউনিয়ন পরিষদকে তাতক্ষনি জানাতে হবে।তাছাড়া রেল লাইন, টেলিফোন বা টেলিগ্রাম বা ইলেকট্রিক লাইন,টিউবওয়েল এবং অন্যান্য সরকারী সম্পত্তি ক্ষতির সম্মূখীন হলে জনসাধারণ বা গ্রামপুলিশ ও দফাদার ইউনিয়ন পরিষদকে জানাবে। তদন্ত অনুযায়ী ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে জানাবে। কিছু কিছু ক্ষেত্রে গ্রামপুলিশ ও দফাদাররা  ম্যাজিস্ট্রেটের হুকুম ও ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে 

তিনি ম্যাজিষ্ট্রেটের অনুমতি ব্যাতিরেকে এবং কোন ওয়ারেন্ট ছাড়া নিম্নোক্ত ব্যাক্তিদের এরেষ্ট করতে পারবেন;

ক)

খ)

গ)

ঘ)

 

ঙ)

 

চ)

যে ব্যক্তির কোন আদালত গ্রাহ্য অপরাধের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা যার বিরুদ্ধে যুক্তি সংগত অভিযোগরয়েছে।;

কোন ব্যক্তির দখলে বে-আইনী ভাবে বাড়ী ভাঙ্গার উপকরণ থাকলে;

কোন ব্যক্তি যিনি অপরাধী হিসাবে কোর্ট অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৯৯৮ এর আওতাধীনে অথবা সরকারেরকোন নির্দেশের মাধ্যমে কথিত রয়েছেন।

কোন ব্যক্তির দখলে কোন বস্তু বা দ্রব্য থাকে যা চুরি করা সম্পদ বলে সন্হেদ করা হয় অথবা যাকে এইদ্রব্যের কোন অপরাধ সংগঠিত করেছে বলে যথাযথ ভাবে সন্হেদ করা হয়।

কোন ব্যক্তি আইনগত কোন প্রহরা থেকে পালিয়ে গেলে বা পালাবার চেষ্টা করলে, এবং কোন ব্যক্তিকে যথার্থভাবেসন্হেদ করা হয় যে, তিনি বাংলাদেশ আর্মি, নেভি অথবা এয়ারফোর্স থেকে পালিয়েছেন; এবং

কোন ব্যক্তি যদি সরকারী কোন কর্মকর্তা বা কর্মচারীকে তার অফিসিয়াল দায়িত্ব পালনে বাঁধা দান করেন।